• ঢাকা, বাংলাদেশ

ঢাকার কোন কোন এলাকায় করোনা শনাক্ত হয়েছে 

 admin 
17th Apr 2020 2:59 pm  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশে করোনা মহামারিতে সব থেকে ভয়াবহ চিত্র এখন রাজধানী ঢাকার। করোনাভাইরাসে শুধু ঢাকা সিটিতে আক্রান্ত প্রায় ৬০৮ জন আর এ বিভাগে এক হাজার ১৯১ জন আক্রান্ত বলে জানা গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট এর দেয়া বৃহস্পতিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ঢাকার প্রায় ৯৮টি এলাকায় এই মরণঘাতী কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

নতুন আক্রান্ত এলাকাগুলো হলো, শ্যামলী, কল্যাণপুর, পীরেরবাগ, জুরাইন ও বেগুনবাড়ি।

ঢাকা বিভাগের ঢাকা সিটি ও নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা হলো, ঢাকা সিটিতে ৬০৮, গাজীপুর ৯৮, কিশোরগঞ্জে ৩৩, মাদারীপুরে ২৩, মানিকগঞ্জে ৫, নারায়ণগঞ্জে ২৫৫, মুন্সীগঞ্জে ২৬, নরসিংদীতে ৬৪, রাজবাড়ী ৭, ফরিদপুরে ২, টাঙ্গাইলে ৯, শরীয়তপুরে ৬, গোপালগঞ্জে ১৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া ঢাকার প্রায় সকল এলাকাতে আক্রান্তের সংখ্যা এখন চোখে পড়ার মতো বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এই চলমান সপ্তাহে দেখা যাচ্ছে রোগীর আক্রান্তের হার বাড়ছে।

এখন পর্যন্ত ঢাকার আক্রান্ত এলাকাগুলো ও আক্রান্তের সংখ্যা হলো-আদাবর (৫), আগারগাঁও (২), আজিমপুর (১১), বাবুবাজার (১১), বাড্ডা (৮), বেইলি রোড (৩), বনানী (৮), বংশাল (৯), বাসাবো (১৭), বসুন্ধরা (৫), চকবাজার (৬), চাঁনখারপুর (৫), ধানমন্ডি (১৮), গেন্ডারিয়া (১৪), গ্রীন রোড (১০), গুলিস্তান (২), গুলশান (১৩), হাতিরপুল (৩), হাজারীবাগ (১১), ইসলামপুর (২), জেলগেট (২), যাত্রাবাড়ি (২৩), ঝিগাতলা (৫), কামরাঙ্গিরচর (৩), খিলগাঁও (১), কাজীপাড়া (২), কদমতলী (১), কোতোয়ালি (৩), লালবাগ (২১), লক্ষ্মীবাজার (২), মালিবাগ (৫), মীরহাজীরবাগ (২), মিরপুর-১ (৮), মিরপুর-৬ (৩), মিরপুর-১০ (৬), মিরপুর-১১ (১১), মিরপুর-১২ (১০), মিরপুর-১৩ (২), মিরপুর-১৪(৫), মগবাজার (১০), মহাখালী (১২), মোহাম্মদপুর (২২), মুগদা (২), নাখালপাড়া (৫), নারিন্দা (২), নিকুঞ্জ (১), পীরবাগ (২), পুরান পল্টন (২), রাজারবাগ (৬), রামপুরা (৩), শাহআলী বাগ (২), শাহবাগ (৪), শান্তিনগর (৬), সোয়ারিঘাট (৩), সিদ্ধেশ্বরী (৩), তেজগাঁও (১৬), টোলারবাগ (১৯), সূত্রাপুর (৭), উত্তরা (১৭) ও ওয়ারী (২৬)।

এছাড়াও আরমানিটোলা, আশকোনা, বানিয়ানগর, বেগুনবাড়ি, বেগম বাজার, বকশিবাজার, বেড়িবাঁধ, বছিলা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ঢাকেশ্বরী, ধোলাইখাল, গোপীবাগ, দয়াগঞ্জ, ইস্কাটন, ফার্মগেট, হাতিরঝিল, কামরাঙ্গিরচর, কাজীপাড়া, খিলগাঁও, কদমতলী, কুড়িল, মানিকদি, মিটফোর্ড, মতিঝিল, জুরাইন, কল্যাণপুর, মাতুয়াইল, নবাবপুর, নিকুঞ্জ, রায়েরবাজার, রমনা, শ্যামলী, সায়েদাবাদ, শাখারী বাজার, শান্তিবাগ, শ্যামপুর, শনির আখড়া, উর্দূ রোড, ভাটারায় এখন পর্যন্ত একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ঢাকার ৫২টিরও বেশি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়াও জন সচেতনতামূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১