admin
24th Jan 2020 2:23 pm | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপোল সংলগ্ন ডেকোরেশন গলিতে অবস্থিত বস্তিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। অভিযানে অংশ নিচ্ছে পুলিশও। এ ঘটনায় বস্তির আশপাশের বিভিন্ন ভবনের বাসিন্দাদের মধ্যেও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, ‘বড় একটি বস্তি, প্রায় শতাধিক ঘর আছে, সেখানে আগুন লেগেছে।’ চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টার দিকে আগুনের খবর পেয়ে ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
Array