
BANGLAVOICE BD:ঢাকা -০৩ দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির নিবার্চনী কোন কার্যকম নেই।ঝিমিয়ে পড়েছে নেতৃমূল নেতৃবৃন্দ। দীর্ঘ ৮বছর আগে একটি থানা কমিটি হলে ও আজ পর্যন্ত কোন কর্মসূচী দেখা যায়নি সে কমিটির।এখন পর্যন্ত থানা কমিটি একটি কর্মী সভা ও করতে পারেনি।নেই কোন অঙ্গ সংগঠনের কমিটি,একটি ওর্য়াড কমিটি ও তার পরেও তারা বহাল আছেন।কমিটির মেয়াদ শেষ হলে ও নেই কোন নতুন কমিটি করার উদ্যোগ,নীরব ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় পার্টি ঢাকা জেলা কমিটি।তাই দিনে দিনে নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে,এক সময়ের শক্তিশালী জাতীয় পার্টি।যেন দেখার কেউ নেই।অথচ ঢাকা জেলার একটি গুরুত্বপূর্ন এ আসনটি।এখানাকার বতর্মান সংসদ সদস্য হচ্ছে মাননীয় বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।আছেন বি,এন,পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, গন ফোরাম এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মত জাতীয় নেতৃবৃন্দ।
Array