
ঢাকা-রবিবার,০৪ অক্টোবর ২০২০ ইং: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র নির্দেশ ক্রমে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এর সিদ্ধান্ত ক্রমে জানানো যাচ্ছে যে,ঢাকা ৫ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ এর নির্বাচনী প্রচারের জন্য জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ৩১ সদস্য বিশিষ্ট উপ-প্রচার কমিটি গঠন করা হয়েছে।
কমিটি নিম্নরুপ:
১) আহ্বায়ক শাহরিয়ার রাসেল
২)যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ
৩) যুগ্ম আহ্বায়ক তানভির হোসেন সুমন
৪) সদস্য সচিব লক্ষন বিশ্বাস
৫) মানিক খান
৬) দ্বীন ইসলাম
৭) তানভীর আজিজ
৮) আজাহার আহমেদ পরশ
৯) আব্দুর রহিম মুন্না
১০) মোঃ আবির হোসেন
১১) ইমাম হোসেন জুয়েল
১২) মোঃ রায়হান
১৩) মোঃ মাহবুবুর রহমান
১৪) আব্দুল্লাহ হোসাইন যোবায়েদ সাদ
১৫) যোবায়ের
১৬) আমান উল্লাহ
১৭) মোঃ রাজু
১৮) পলক হোসেন
১৯) আবু সাঈদ লিওন
২০) মোঃ জুয়েল
২১) মোঃ ইমরান
২২) মোঃ ফয়সাল
২৩) মোঃ সাব্বির
২৪) মোঃ রনি
২৫) মোঃ রাব্বি
২৬) মোঃ সাব্বির
২৭) মোঃ শামীম
২৮) মোঃ হাবিব
২৯) মোঃ সালমান
৩০) মোঃ সানজিদ
৩১) মোঃ জাহাঙ্গীর
এ আদেশ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।
বার্তা প্রেরক,
মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব
দপ্তর সম্পাদক
জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি
মোবাইলঃ ০১৭২৭ ৯৩৪৩৩৭