• ঢাকা, বাংলাদেশ

তরুণ ও নারী নেতৃত্ব বিকাশে বাংলাদেশের ২৬ তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দকে ফেলোশিপ অ্যাওয়ার্ড দিল ইউএস – ইউকে যৌথ কর্মসূচি  

 admin 
31st Mar 2022 9:13 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ইং: আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) বাস্তবায়িত ইউএসএআইডি’র যৌথ কার্যক্রম স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রজেক্ট সারা বাংলাদেশ থেকে আগত ২৬ জন তরুণ রাজনৈতিক নেতাকে ঢাকায় আয়োজিত একটি গ্রাজুয়েশন অনুষ্ঠানে ফেলোশিপ অ্যাওয়ার্ড দিয়েছে। ফেলোশিপ অর্জনকৃত তরুণরা  বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির রাজনীতিবিদ। গ্রাজুয়েশনকৃত ফেলোরা রাজনৈতিক প্রজ্ঞা,  নেতৃত্ব দক্ষতা, দল সুসংগঠিতকরণ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সহনশীলতার বিভিন্ন পরিপ্রেক্ষিত নিয়ে আয়োজিত একটি চার মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ করেন। সেই সাথে তাঁরা তৃণমূলে বহুদলীয় উদ্যোগে স্থানীয় সমস্যা সমাধানে যৌথভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেন। এই তরুণ নেতৃবৃন্দ ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ১৮তম  ব্যাচের ফেলো। এই অনুষ্ঠানটি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং ইউকে’র ফরেন, কমনওয়েলথ, অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সহায়তায় এবং ডিআই -এর বাস্তবায়নে সম্পন্ন হয়েছে। এই ২৬  জন তরুণ নেতাসহ এ পর্যন্ত ৪৪৪  ফেলো এই প্রোগ্রামের আওতায় গ্রাজুয়েশন অর্জন করেছেন। এই প্রোগ্রামটি ফেলোদের  রাজনৈতিক দলসমূহে   তরুণ ও নারী নেতৃত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের  একটি  প্লাটফরম দিয়েছে।

এছাড়া, প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ এবং নারী  ফেলোরা দলে ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনকে উৎসাহিত করতে দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মশিউর রহমান, বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ  চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইউএসএআইডি’ এর অফিস অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড গভরন্যান্স -এর  ভারপ্রাপ্ত উপ পরিচালক মেধাওয়ি গিরি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও তরুণ নেতৃবৃন্দের গুরুত্ব দেয়ার  প্রতি আহ্বান জানিয়ে শীর্ষ নেতারা বলেন বাংলাদেশে আরও ব্যাপক পরিসরে অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলসমূহ দলে নারী ও তরুণ নেতৃত্বের ক্ষমতায়নকে সমর্থন করেন। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটকৃত ফেলোরা ফেলোশিপ প্রশিক্ষণের মাধ্যমে  সহনশীল রাজনৈতিক নেতৃত্ব দক্ষতা বিকাশে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন  যা  রাজনৈতিক মেরুকরণ মোকাবেলায়  সহায়তা করবে।

অনুষ্ঠানের শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, ফেলোশিপ প্রোগ্রাম চলাকালীন আপনারা কেবল একসাথে পাশাপাশিই বসেননি একসাথে কাজ করেছেন, যৌথভাবে স্থানীয় সমস্যা সমাধান করেছেন।  আপনারা তৃণমূলে এবং রাজনৈতিক নেতাদের কাছে প্রমাণ করছেন সহযোগিতা ও প্রতিযোগিতা  একসাথে বিরাজ করতে পারে; রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু শত্রু থাকতে পারে না।

ইউএসএআইডি সম্পর্কে: ১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে  আট’শ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। শুধু গত বছরই ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে  প্রায় ২০ কোটি ডলার প্রদান করেছে। ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে – গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের  প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন, এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে  জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।

ইউকেএইড সম্পর্কে: যুক্তরাজ্য বিভিন্ন দেশে সুনির্দিষ্ট  কার্যক্রমে সহায়তা প্রদান এবং গণতন্ত্র সহায়ক আন্তর্জাতিক পরিবেশ তৈরিতে অবদান রাখার মাধ্যমে সারা বিশ্বে গণতন্ত্রের জন্য কাজ করছে। তারা বিভিন্ন আঞ্চলিক সংগঠনের (ইইউ, এএইড, ওএসসিই, দি কাউন্সিল অব ইউরোপ এন্ড দি কমনওয়েলথ) গণতন্ত্র বিষয়ক কাজকে বেগবান করতে ভূমিকা রাখছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১