
ঢাকা ০৬ এপ্রিল ২০২০ : করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর /কদমতলীর সুবিধা বঞ্চিত তিনশত এগার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা -৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। সোমবার সকালে শ্যামপুর বালুর মাঠে তিনি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্হিত ছিলেন জাতীয়পাটির কেন্দ্রীয় নেতা সুজন দে,শেখ মাসুক রহমান, ডি,কে সমির,রনি,লিটন প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা নিদের্শে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রাখা হয়েছে।
একই সঙ্গে আমাদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জিএম কাদের-এর নির্দেশে জাতীয় পার্টির পরিবারের পক্ষ থেকেও আমরা খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সাধ্য মত শ্যামপুর কদমতলী বাসীর সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছি।
Array