• ঢাকা, বাংলাদেশ

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯ 

 admin 
01st Nov 2020 12:47 pm  |  অনলাইন সংস্করণ

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সাত মাত্রার ওই ভূমিকম্পে আহত হয়েছে ৮৮৫ জন। এখনো ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দমকল বাহিনী। শনিবার রাতে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহতদের মধ্যে ২৪৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাত মাত্রার এই ভূমিকম্পে তুরস্কের ইজমির শহরে লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। সাগর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

জানা গেছে,তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। যেটার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ৬৫৮ বার হয়েছে মৃদু কম্পন। তার মধ্যে অনেকগুলো ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর উপরে।

ভূমিকম্পে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকা পড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনো উদ্ধারকাজ চলছে। অনেককে লম্বা সময় পরও ধ্বংসস্তুপের নিজ থেকে জীবন্ত উদ্ধার করা হচ্ছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১