• ঢাকা, বাংলাদেশ

তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করা ছাড়া অন্য কোন বিকল্প নাই –গোলাম মোহাম্মদ কাদের 

 admin 
28th Nov 2020 9:59 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা- ২৮ নভেম্বর, শনিবার, ২০২০: তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করা ছাড়া অন্য কোন বিকল্প নাই। পার্টি তৃণমূলে শক্তিশালী হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সহজতর হবে এবং ক্ষমতায় গেলে দেশ ও জনগণের কল্যাণে অনেক কাজ করা সম্ভব। যেমনটা করেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। আজও মানুষ ৯০’র পূর্বের এরশাদ শাসনামলের সোনালী দিনগুলোর কথা ভুলে নাই। মানুষ তখন সুখে শান্তিতে ছিল, কর্মসংস্থান ছিল, মানুষ তখন ঘরে-বাইরে নিরাপদে ছিল। জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সুশাসনের মাধ্যমে সেইদিন গুলো ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আজ খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বাগেরহাট জেলার তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক মতবিনিময় সভায় ঢাকা থেকে টেলিফোনে উপরোক্ত বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কদের, এমপি।

সারাদেশে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এর নির্দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বাগেরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির বাগেরহাট জেলা সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র নির্দেশে বাস্তবায়নের জন্য আমি সহ আমার সাংগঠনিক টিম খুলনা বিভাগে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ততদিন করবো যতদিন না খুলনা বিভাগের প্রতিটি জেলা, পৌরসভা, উপজেলা, ইউনিয়নের তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হবে।

সাংগঠনিক মতবিনিময় সভাটি উদ্বোধন করেন- বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, এড. জহিরুল হক জহির, সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম. আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – এড.খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ। সাংগঠনিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য শেখ হুমায়ুন কবির শাওন, এনায়েত হোসেন, আলাল, বাবু বিষ্ণুপদ রায় সহ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাগেরহাটে সাংগঠনিক মতবিনিময় সভা শেষে খুলনা ফকিরহাটে এক পথসভায় অংশগ্রহণ করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার নেতৃত্বে সাংগঠনিক টিম।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১