admin
09th Mar 2025 8:32 am | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের আদেশে তার গ্রেপ্তার বাতিল হওয়ার পর প্রসিকিউটররা আপিল না করার সিদ্ধান্ত নেয়। যার ফলে শনিবার (৮ মার্চ) তিনি কারাগার থেকে মুক্তি পান। খবর সিএনএন’র।
মুক্তির পর ইউন তার সমর্থকদের উদ্দেশে মাথা নত করে অভিবাদন জানান। এ সময় তার সমর্থকরা কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শুক্রবার সিউল সেন্ট্রাল জেলা আদালত প্রযুক্তিগত ও আইনী ভিত্তিতে তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। পরে সিউল প্রসিকিউটর অফিস থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিউল ডিটেনশন সেন্টার ইউনকে মুক্তি দেয়।
ইউনকে জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল, যখন তার বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়।
Array