
প্রাক্তন ছাত্র এস.এম রাশেদুল হক খোকনকে আহবায়ক ( ২০০১ ব্যাচ) ও
মোহাম্মদ আবদুল্লাহ (২০০৫) কে সদস্য সচিব করে
৭ জন যুগ্ম আহবায়ক ও ৩২ জনকে সাধারণ সদস্য করে ৪১ জন বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়।
যথাক্রমে:-
১। মোঃ ফারহান খান
২। মোহাম্মদ জনি
৩। মোঃ আবুল কাসেম
৪। মোঃ ওসমান গনি
৫। মোঃ আয়েতাস ওসমান
৬। মোছাম্মৎ পারভিন আকতার
৭। নুরনাহার বেগম
সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ যথাক্রমে :-
১। মোঃ রিজান
২। মোঃ বেলাল
৩। মোঃ নুর নবী
৪। আবু মোহাম্মদ আরিফ
৫। মোঃ রাসেল পারভেজ
৬। মোঃ সাগর
৭। মোহাম্মদ জাবেদ
৮। মোঃ আলআমিন
৯। পিন্টু দাশ
১০। মোহাম্মদ রবি
১১। মোঃ সজিব
১২। মোঃ কিরন মাহমুদ ছোটন
১৩। মোঃ রিপন
১৪। আমির হোসেন
১৫। মোঃ সালাউদ্দিন
১৬। নজরুল ইসলাম
১৭। হাবিব উল্লাহ
১৮। আতিক হোসেন
১৯। মোঃ ইউসুপ
২০। মোঃ মনির
২১। সৌরভ বিশ্বাস
২২। শুভ দাশ
২৩। মোঃ রাকিব হাসান ১
২৪। মোঃ নুরুল আলম
২৫। মোঃ শাকিল আহমেদ
২৬। সৈয়দা শারমিন রহমান
২৭। মোঃ ইব্রাহীম আরিফ
২৮। মোঃ ডলার
২৯। মোঃ মঈনুদ্দিন
৩০। মোঃ রিয়ান
৩১। মোঃ ওমর ফারুক
৩২। নুর আলম
উক্ত ৪১ জন বিশিষ্ট আহবায়ক কমিটি আনুমোদন করেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও স্কুল কতৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরু,শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জসিম উদ্দিন,প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব হারুনর রশিদ কুতুবী,সকল শিক্ষক মন্ডলীবৃন্দ।
এ কমিটি সাবেক বর্তমান ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগীতামূলক একটি অরাজনৈতিক সংগঠন।
এই সংগঠন সর্বাত্মক বিতর্কের উর্দ্ধে থেকে সকলের সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় মহতি উদ্যোগ সমাধানে প্রচেষ্টা চালাবে।
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাঝামাঝি ২৫ বছর পূর্তি কর্মসূচি হাতে রেখে সদস্য সংগ্রহ অভিযান চলমান থাকবে।
বিশেষ দ্রষ্টব্য ঃ- যারা এস এস সি স্কুল থেকে পাশ করেছেন তাদের যোগাযোগ করে সদস্যপদ গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।