
ঢাকা- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর-২০১৯:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলেও অনেক সময় তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচন সুষ্ঠু হয়না, তাই প্রতিটি প্রার্থীকে শক্তিশালীভাবে নির্বাচনের মাঠে থাকতে হবে। তিনি বলেন, আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারলে এবং সবাই মিলে কাজ করলে জাতীয় পার্টির প্রার্থীরা ভালো ফলাফল করতে পারবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রতিটি ওর্য়াডে আমাদের একজন করে দলীয় কাউন্সিলর প্রার্থী নির্বাচন করবেন।
পার্টির নেতা-কর্মীরা তাদের পক্ষে কাজ করবেন। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের সাথে আমরা জোটবদ্ধ হয়ে অনেকগুলো নির্বাচন করেছি। এবারো তারা জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দিলে জাতীয় পার্টি বিবেচনা করবে। তবে, সে ক্ষেত্রে জাতীয় পার্টির স্বার্থ অগ্রাধিকার পাবে।
আজ দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। এ সময় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Array