
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়মসমূহের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে সংশ্লিষ্ট দুদক টিমগুলো।
দিনাজপুরে সরকারি মৎস্য খামারের পুকুর খননে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) অভিযোগ আসে যে, দিনাজপুর সদরের পুলহাটে অবস্থিত মৎস্য খামারের চারটি পুকুরের বালু উত্তোলন করে নিজ উদ্যোগে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়।
সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। টিম জানতে পারে যে, উল্লিখিত খামারের ম্যানেজার টেন্ডার ছাড়াই পুকুরের বালু তুলে বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে ওই পুকুরগুলোর খননের কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এছাড়া খামারের পাশের সীমানাপ্রাচীর নির্মাণের ব্যয়েও ব্যাপক দুর্নীতির তথ্য পায় দুদক টিম। এ অনিয়মসমূহের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
এদিকে রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে একটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। টিম উল্লিখিত প্রকল্প সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়া রাজউক কর্তৃক টঙ্গীর শিল্পনগরীতে নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ, কুষ্টিয়ায় রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ এবং সিলেট বিমানবন্দরে লাগেজ স্ক্যানিং-এর নামে ঘুষ দাবি করে যাত্রী হয়রানির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়গুলো থেকে অভিযান পরিচালিত হয়ে।
Array