
দুপচাঁচিয়া(বগুড়া): তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল হামিদ সেখ এর সভাপতিত্বে ও প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু এর পরিচালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার এসআই আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, মুক্তিযোদ্ধা হোসেন আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদব এসএম সাহিদ, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, জাপা নেতা জহুরুল ইসলাম, স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার ফজলে আলম, সহকারী অধ্যাপক রফিকুল আলম, মোকছেদুর রহমান, জিয়াউল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রভাষক ফরিদ উদ্দিন, গোলে আফরুজা, মোসফিকুর রহমান সবুজ প্রমুখ। পরে প্রতিষ্ঠানে সততা সংঘের উদ্বোধন করা হয়। শেষে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Array