admin
30th Dec 2018 12:54 pm | অনলাইন সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আজ রোববার বেলা ১টায় রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে সকালে ভিকারুননেসা স্কুলে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সাথে বেঈমানির শামিল। সেইসাথে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।
Array