• ঢাকা, বাংলাদেশ

দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম 

 admin 
25th Mar 2025 7:04 pm  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়, তাদের প্রকৃত উদ্দেশ্য আমরা ভালোভাবেই বুঝি।” মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুলের এই বক্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সফরকে কেন্দ্র করে। গত সোমবার সারজিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর গমন করেন এবং সেখান থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের বোদা, সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা পরিদর্শন করেন। এনসিপি নেতার এই বিলাসবহুল সফরকে রাজনৈতিক অঙ্গনে “প্রদর্শনীবাজি” হিসেবে সমালোচনা করা হচ্ছে, যা মির্জা ফখরুলের বক্তব্যেও ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সর্বদা জনগণের পাশে আছে, থাকবে। আমাদের লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের আস্থা অর্জন।” তিনি দলীয় নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে এবং সৎভাবে কাজ করার নির্দেশ দেন।

বিএনপির মহাসচিব দেশের চলমান সংকটের প্রসঙ্গ টেনে বলেন, “আজকে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার অপচেষ্টা চলছে, যা আমরা কখনো মেনে নেব না। যারা জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ায়, তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

মির্জা ফখরুল সংস্কার প্রক্রিয়াকে “অপ্রয়োজনীয় বিলম্ব” আখ্যা দিয়ে বলেন, “নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু কিছু গোষ্ঠী এই প্রক্রিয়াকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে।” তিনি সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জনগণই সরকার পরিবর্তনের মালিক। ইতিহাস প্রমাণ করে, যারা গণতন্ত্র হত্যা করে, তাদের জনগণই বিদায় করে।” তিনি নির্বাচন পেছানোর চেষ্টাকে “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করেন।

আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদসহ বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১