
ঢাকা ১০ অক্টোবর, শনিবার, ২০২০ইং : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান ধর্ষণ মামলার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে দ্রুততার সাথে রায় কার্যকর করার যে দাবি উত্থাপন করেন তার সমর্থনে জাতীয় মহিলা পার্টির প্রতিবাদ ও মানববন্ধন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করে বিচারের রায় দ্রæত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মুল করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সামাজিক ব্যাবিচার, খুন, রাহাজানি, সন্ত্রাস বন্ধ করে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাজমা আক্তার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ ও মানবন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আমিনা হাসান, মহিলা পার্টির কেন্দ্রীয় নেতা- এড. লাকী, রিতু নূর, মাহমুদা রহমান মুন্নি, শাহনাজ পারভীন, মনিকা আলম, আলেয়া বেগম, মিনি খান, মনোয়ার ই খোদা মন্টি চৌধুরী, জেনাকী মুন্সি, ফাহমিদা আক্তার, কেয়া, ফরিদা ইয়াসমিন, রুমানা আক্তার শ্যামলী, মাহবুবা বেগম, শামীমা, হাছিনা ইমরান, লীজা, জোসনা আকতার দঃ, ফেরদৌসী বকুল উত্তর, জোসনা আক্তার, সিমানা আমিন, লিপি ইসলাম, নাছরিন ইসলাম, লতা আরমান, তাবাসসুম বক্স মুমু প্রমুখ।
Array