
বাজারে নতুন অপারেটিং সিস্টেম আনছে হুয়াওয়ে। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে এই কোম্পানির তৈরি প্রযুক্তি পণ্যগুলো। তাই বাজারে আধিপত্য বজায় রাখতে নতুন এক অপারেটিং সিস্টেম চালু করার কথা ভাবছে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি উদ্ধৃতি করে হুয়াওয়ে জানায়, গুগল এবং মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করা বন্ধ করতে বাধ্য হলে এই অপারেটিং সিস্টেমটি বাজারে নিয়ে আসবে হুয়াওয়ে।
এটিকে কোম্পানির বিকল্প ব্যবস্থা উল্লেখ করে এটি বাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন চিনা কোম্পানিটির সিইও। তবে শুধু অপারেটিং সিস্টেমটি চালু করলেই হবেনা এর সাথে যুক্ত আছে এপ্লিকেশন সহ নানা ধরনের সুবিধা প্রদানের বিষয়টিও।
এর আগে স্যামসাং তাদের অপারেটিং সিস্টেম টাইজেন নিয়ে এলেও নানা প্রতিকূলতায় সেটি জনপ্রিয়তার মুখ দেখেনি।
Array