admin
24th Jan 2025 6:48 pm | অনলাইন সংস্করণ

বিশেষ প্রতিনিধি:নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে নরসিংদী পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ১ শত ৫ টি স্টল নিয়ে মাসব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে মেলায় এখনো স্টল সাজসজ্জার কাজ চলছে, পুরোদমে মেলা জমে উঠতে আরও ১ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Array