
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের একাধিক নেতা নাগরিক ঐক্যে যোগদান করেছেন।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে তারা নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় তোপখানা রোডে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করে যোগদান করেন।
নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও মেহেরপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আম্বিয়া) নেতারা যোগদানের সময় নাগরিক ঐক্যের আহ্বায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
যোগদান করা নেতারা হলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলার সভাপতি সজীব সরকার রতন, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা নূরুল ইসলাম মানিক প্রমুখ।
এছাড়া মেহেরপুর জেলা জাসদের নেতৃবৃন্দও যোগ দেন। মেহেরপুর জেলা জাসদের যোগ দেয়া নেতৃবৃন্দ হলেন, মোঃ সুহেল আহমদ সভাপতি জাসদ (আম্বিয়া), মোছা: মালিনা খাতুন সভাপতি বাংলাদেশ নারী জোট ও সদস্য জাসদ মেহেরপুর জেলা কমিটি, মো. কুতুব উদ্দিন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ-আম্বিয়া) মেহেরপুর জেলা শাখা সহ জেলার নেতৃবৃন্দ।
এছাড়া যোগ দেন কেএম আবু হানিফ হৃদয় চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকান পার্টি।
Array