
নিজস্ব প্রতিবেদক : ২৩ ডিসেম্বর ২০১৮
নির্বাচনের সব তথ্য যেভাবে জানা যাবে
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলসহ সব তথ্য জানাতে একটি মিডিয়া সেন্টার চালু করতে যাচ্ছে সরকার। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টা মিডিয়া সেন্টার খোলা থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম জানান, হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া সেন্টারটি বসানো হবে। এখান থেকে নির্বাচনের ফলাফল প্রচার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রচার করা হবে।
জানা যায়, প্রতিদিন ৩ সিফটে ৭ জন করে কর্মকর্তা মিডিয়া সেন্টারে নিয়োজিত থাকবেন। এমনকি এখান থেকে সঠিক তথ্য নিয়ে গণমাধ্যম কর্মীরা ব্যবহার করতে পারবেন।
সরাসরি নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যই মিডিয়া সেন্টারের মাধ্যমে প্রচার করা হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে রোববারের মধ্যে চিঠি দিয়ে মিডিয়া সেন্টার সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া বিমানবন্দরেও আলাদা বুথ থাকবে, যেন বিদেশি যারা আসছেন তারা সঠিক তথ্যটি পান।
Array