
জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে- এবিএম রুহুল আমিন হাওলাদার।
ঢাকা, ২৬ নভেম্বর১৮, সোমবার। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি
মহাজোটের অংশ হিসেবেই একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। বলেন, মহাজোটের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই প্রায়
দু’শো আসনেই মনোনয়ন পত্র দাখিল করবে জাতীয় পার্টি। তবে, প্রার্থীতা বাছাই প্রক্রিয়া শেষে, মহাজোটের চুড়ান্ত তালিকা
প্রকাশ করা হবে। আলোচনার মাধ্যমে কিছু কিছু আসনে ওপেন প্রতিদ্বন্দিতাও হতে পারে। তিনি বলেন আলোচনার মাধ্যমে
মহাজোটের রুপরেখা চুড়ান্ত করা হয়েছে। মহাজোটে কোন মত পার্থক্য নেই। আজ সোমবার বিকেলে জাতীয় পার্টি
চেয়ারম্যানের বনানী অফিসে দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরণের আগে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি চায় সব সময় গণতান্ত্রিক ব্যবস্থা দেশ পরিচালিত হোক। গেলো সাতাশ বছর জাতীয়
পার্টি নানা প্রতিকূলতার মাঝেও নির্বাচনে অংশ নিচ্ছে। পল্লীবন্ধু কারাগারে থেকেও দু’বার পাঁচটি করে আসনে বিজয়ী হয়েছে।
সকল দলের অংশ গ্রহণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষা ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা আমাদের। বলেন, জাতীয় পার্টির
আমলেই দেশে উন্নয়ণ শুরু হয়েছে। আমরা চাই উন্নয়ণের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম
সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ফখরুল ইমাম এমপি, সাইদুর রহমান টেপা, এসএম
ফয়সল চিশতী, নাসরিন জাহান রতনা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম
সেন্টু, এমএ কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন ছাড়াও বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দলীয় প্রার্থীদের
মাঝে মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
Array