
নিউজ ডেস্ক: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ জুন) রাতে নির্বাচনের তারিখ ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় তিনি এমনটাই জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে; তার জন্য দায়বদ্ধ। ফলে সেই অনুযায়ী সরকার পরিকল্পনা ও প্রস্তুতি নেবে। তারপর সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এপ্রিলের দিকে ভোট হতে পারে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (০৬ জুন) রাতে ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে দলটি।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিচার, সংস্কার, নির্বাচন এবং সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে যে বক্তব্য রেখেছেন তা আমরা গভীর আগ্রহ নিয়ে অবলোকন করেছি। বেশ কিছুদিন ধরে আমরা সরকারের কাছে এসকল বিষয়ে সুস্পষ্ট রূপরেখা প্রদানের আহ্বান জানিয়ে আসছিলাম। আজ তাঁর প্রতিফলন ঘটায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তা আমাদের পূর্ববর্তী প্রস্তাব ও এ সংক্রান্ত পর্যালোচনার সাথে না মিললেও আমরা তাঁর উপর আস্থা রাখতে চাই। আবহাওয়াজনিত কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা তৈরি হতে পারে বলে অনেকের আশঙ্কা। তবে প্রধান উপদেষ্টা যেহেতু সামগ্রিক প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেছেন এবং প্রাসঙ্গিকভাবে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তাতে আমরা উনার সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে চাই।
সেইসাথে, দলটি আশা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন উপযোগী করে এবং নির্বাচন কমিশনকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার।
অপরদিকে, সংস্কার ও বিচারের একটা সন্তোষজনক অগ্রগতি এবং নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এপ্রিল পর্যন্ত সময়টা আপাত দৃষ্টিতে বিলম্বিত মনে হলেও সকল পক্ষের এ ব্যাপারে ঐকমত্য প্রয়োজন বলে মনে করে দলটি।
বিবৃতিতে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ ত্যাগের মনোভাব দেখিয়ে এ ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছাতে সচেষ্ট হবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
Array