admin
29th Nov 2018 6:44 pm | অনলাইন সংস্করণ

নেত্রকোণা শহরের সড়কের ওপর এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। স্থানীয়রা স্বামী বীরবল চৌহান (৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এই খুনের ঘটনা হয়।
আটক বীরবল চৌহান নাগড়া এলাকার রামসিং চৌহানের ছেলে ও ফুচকা বিক্রেতা।
নিহত গৃহবধূর নাম ঝুমা চৌহান (২৫)।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহাস উদ্দিন খান জানান, স্বামী-স্ত্রী উভয়েই উভয়কে পরকীয়া নিয়ে সন্দেহ করে আসছিল ।এ নিয়ে তাদের মাঝে দাম্পত্য কলহ লেগে ছিল। দুপুরে স্ত্রী ঝুমা তার স্বামী বীরবলের কাছে এলে দুজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বীরবল তার কাছে তাকা কাচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Array