admin
20th Nov 2018 11:33 pm | অনলাইন সংস্করণ

ফেলে দেয়া স্যানিটারি ন্যাপকিন দিয়ে তৈরি হচ্ছে নেশার বস্তু। ইন্দোনেশিয়ায় টিনএজারদের দেখা যায় স্যানিটারি ন্যাপকিন দিয়ে নেশা করতে।
দেশটির সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এক ধরনের জুস বানানো হয়। সেই জুস দিয়ে নেশা করার আসক্তি ধীরে ধীরে বাড়ছে দেশটিতে। ইতোমধ্যে এ নেশা করর সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্দোনেশিয়া ন্যাশানাল ড্রাগ এজেন্সির (বিএনএন) এক রির্পোটে জানায়, স্যানিটারি প্যাড ব্যবহার করে যে নেশা করা হয় তাতে মানবদেহে এক প্রকার হ্যালুসিয়েশন হয়। যার ঘোরে আচ্ছন্ন হয় টিনএজাররা।
মূলত দরিদ্র পরিবার এবং পথের বসবাসকারী ছেলেময়েরাই এই নেশাতে আসক্ত হয়ে পড়েছে বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।