
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমতি ব্যতীত সন্ধ্যার পর বার্বিকিউ পার্টি ,গান বাজনা সহ যে কোন ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত রবিবার(১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, সম্প্রতি শিক্ষার্থীদের ক্যাম্পাসে সন্ধ্যার পর বিভিন্ন বার্বিকিউ অনুষ্ঠান, গান বাজনা করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রক্টর মহোদয়ের অনুমতি ব্যতীত এ সকল অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে।
এদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বার্বিকিউ পার্টি করবে,গান বাজনা করবে এটাই স্বাভাবিক।বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে যে দিন রাত সর্বক্ষণ অসামাজিক কাজ করে তা প্রশাসনকে বারবার অবগত করার পরও কোনো ব্যবস্থা নিতে দেখলাম না আর তারা পরে আছে শিক্ষার্থীদের বারবিকিউ আর গান বাজনার অনুমতি নিয়ে।
এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ক্যাম্পাসে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Array