• ঢাকা, বাংলাদেশ

নৌকার পক্ষে ভোট চাইলেন ওসি 

 admin 
21st Dec 2018 10:19 pm  |  অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ নৌকার পক্ষে ভোট চাইলেন। তিনি স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।

ওসি মারুফ কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ভোটারদের প্রতি এই আহ্বান জানান। তার দেয়া বক্তব্যটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরেছে।

তিনি তার বক্তব্যে বলেন, ‘এতক্ষণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদেরকে আগামী একাদশ সংসদ নির্বাচনের মেসেজ পৌঁছে দিয়েছেন। তারা বলেছেন, কোন মার্কায় ভোট দিতে হবে। আজকে আমি প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ এই সরকার যত উন্নয়ন করেছে, এই সরকার যেভাবে জনগণের পাশে থেকেছে, আগামীতেও যেন আপনাদের পাশে থেকে সকল বাধা বিপত্তি দূর করে কলারোয়াকে একটি মডেল জেলা হিসেবে উন্নীত করে। এখানকার মানুষ যেন আগামীতে গর্ব করে বলতে পারে আমি কলারোয়ার অধিবাসী, আমি সাতক্ষীরার অধিবাসী।

এই আশাবাদ ব্যক্ত করছি আর সেই সাথে আগামী নির্বাচনের একটা মেসেজ পৌঁছে দিতে চাই, কোন দুর্বৃত্ত, কোন পেশীশক্তির, জায়গা অন্তত কলারোয়া, সাতক্ষীরাতে হবে না ইনশাল্লাহ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার ব্যালোট, আপনার বুলেট, আপনি ভোটের মাধ্যমে দেখিয়ে দেবেন। যে আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে আছেন। তাই আমাদের জননেত্রী, বাংলাদেশ সরকারের এই নির্বাচনকালীন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, আমাদের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আপনার একটি ব্যালোট, আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনি আপনার ভোটটি সযত্নে, সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দিবেন এবং আগামীতে সরকারের যাতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে, সেজন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ, সাতক্ষীরা শিল্পকলা একাডেমিকে একটি চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ। সেই সাথে সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলবো যে, উন্নয়নের জন্য এই সরকার, যেটি একটু আগে আমাদের রত্না ভাবী বলেছেন যে, এই উন্নয়নের স্বার্থে এই সরকার, বাংলাদেশ সরকার, এই আওয়ামী লীগ সরকার বারবার দরকার। তাই আসুন, আমরা আবার এই সরকারকে ক্ষমতায় এনে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখি। সকলকে ধন্যবাদ। কলাকৌশলী যারা আজকে আমাদের এই এক্রোবেটিক প্রদর্শনী করছেন, শরীর চর্চা করছেন, আমাদের ডিসপ্লে দেখাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ।

সকলকে আবার যে কথা বলবো, আমার এখানে মিল্টন ভাই আছেন, আমার স্বপ্না আপা আছেন, রত্না দি আছেন। সকলের কাছে অনুরোধ করবো, ইনশাল্লাহ আগামী ৩০ তারিখের পরে আমরা ম্যান্ডেট নিয়ে, আমাদের বিজয় নিয়ে এক সপ্তাহের মধ্যে সেরকম একটা অনুষ্ঠান, সরকারি জি কে এম কে স্কুলের বলফিল্ড মাঠে আমরা করবো। সেখানে গানবাজনা করবো, সকলে আমরা আনন্দ ভাগাভাগি করে নেবো। সকলকে ধন্যবাদ, আসালামুয়ালাইকুম, বাংলাদেশ চিরজীবী হোক।’

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১