
চট্টগ্রামের পটিয়ায় কোটি টাকার ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আবদুল মান্নানের পুত্র মোঃ মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহানের পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মোঃ হুমায়ন কবিরের পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১), নোয়াখালী জেলার শিংবাহুয়া গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, ১ হাজার ২শ’ পাউন্ড বৈদেশিক মুদ্রা, ৩২ হাজার টাকা, দুইটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল এ্যান্ড কোম্পানির একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলার বাড়ৈয়াহাট এলকার মোঃ ইসমাইল (২৭), মীরসরাই উপজেলার সামশুল আলমের পুত্র নরশেদ আলম রনি (২১) ও কক্সবাজার জেলার ফরিদ (২৩) মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
Array