admin
05th Mar 2025 7:17 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজন সিনিয়র সহকারী সচিব প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।
বুধবার (৫ মার্চ) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
মামলায় এজাহারে বলা হয়, আসামিরা পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যান্য মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করেছে। পাশাপাশি এর মাধ্যমে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাত করেছে। ২৩টি চেকের মাধ্যমে এই লেনদেন করা হয়।
এর আগে, গত ৩১ ডিসেম্বর ১০ বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক।
Array