admin
14th Oct 2021 7:04 pm | অনলাইন সংস্করণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শক্তি দিয়ে নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই স্বাধীন দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রম বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ও ন্যাচারাল ডাই প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নারীরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী। নারীদের শুধু স্বপ্ন দেখে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে।
শহরতলির পশরা নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব এ.টি.এম. নাসির মিয়া, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ঢাকা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা প্রমুখ।