
পলাশ প্রতিনিধি:
পলাশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় পার্টির উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল পলাশ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন জি আর সি ফুটবল মাঠে উপজেলা জাতীয় পার্টির আহবান জাকির হোসেন মৃধার সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। পলাশ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট সারোয়ার মোল্লার উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা নেতা এডভোকেট সালাম, ঘোড়াশাল পৌর জাপা’র আহবায়ক রেজাউল করিম বাবুল, সদস্য সচিব শামীম আল আজাদ, পলাশ উপজেলা জাপার যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আব্বাস উদ্দিন খান তারা মিয়া, দেলোয়ার হোসেন পাঠান স্বপন মেম্বার।
আয়োজনের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন পলাশ উপজেলা উলামা পার্টির আহবায়ক এমদাদুল হক দুলু। ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন জাতীয় উলামা পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ডা.আব্দুস শাকুর। আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ নরসিংদী জেলা শাখার আহবায়ক এস এম আবেদ আলী মিশু, সদস্য সচিব মো.মাহবুব আলম, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, পলাশ উপজেলা শাখার আহবায়ক রেজুয়ান মোল্লা, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ইঞ্জি আলী আজম, জিনারদী ইউনিয়ন যুব সংহতির আহবায়ক ওসমান গনিসহ বিভিন্ন ইউনিট জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ এন এম রফিকুল আলম সেলিম বলেন-“আপনারা পাশে থাকলে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে পলাশকে আধুনিক ও সমৃদ্ধ পলাশে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ”।
আয়োজনে প্রায় সহস্রাধিক নেতাকর্মী একসাথে ইফতার ও ইফতার পরবর্তী প্রীতিভোজ করেন।