• ঢাকা, বাংলাদেশ

পল্লীবন্ধুর শ্বাসকষ্ট এখন আর নেই, তিনি এখনো শংকামুক্ত নয় ——-গোলাম মোহাম্মদ কাদের এমপি 

 admin 
05th Jul 2019 7:34 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা- শুক্রবার, ০৫ জুলাই, ২০১৯ :
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পল্লীবন্ধুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা কৃত্রিম ভাবে তার শ্বাসকষ্ট দূর করেছেন। বিভিন্ন শারীরিক সমস্যা গুলো কৃত্রিম ভাবে সমাধান করা হয়েছে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদের চিকিৎসার সকল রিপোর্ট সিঙ্গাাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমান শারীরিক অবস্থায় পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে সমর্থন করেননি। তিনি জানান, গেলো ৭দিনে তাকে ২৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। এবং গত ৮ ঘন্টায় আরো ৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। রক্তের প্লাটিলেট বাড়াতে চেষ্টা করছেন চিকিৎসকরা। সিএমএইচ-এ পল্লীবন্ধুর বিশ্বমানের চিকিৎসা চলছে, আমরা সিএমএই-এর চিকিৎসায় সন্তুষ্ট।

আজ বাদ জুমা বায়তুল মোকাররম জামে মসজিদে পল্লীবন্ধুর সুস্থতা কামনায় দোয়া মুনাজাত শেষে সাংবাদিকদের পল্লীবন্ধুর শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
তিনি বলেন, বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এখন অনেকটাই সুস্থ আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন, পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস কৃত্রিম ভাবে দেয়া হচ্ছে। রাতে ডায়ালাইসিসের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হয়েছে।

বলেন রাতে পল্লীবন্ধুর পেট থেকেও প্রায় দুশো মিলিগ্রাম পানি বের করা হয়েছে। আজ বিকেলে আবারো ডায়ালাইসিস দেয়া হতে পারে। এতে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। গতকালের চেয় তাকে অনেকটাই সুস্থ্য দেখাচ্ছে। শ্বাসকষ্ট এখন আর নেই, তিনি এখনো শংকামুক্ত নয়। সিএমএইচ এর চিকিৎসকদের বরার দিয়ে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন হুসেইন মুহম্মদ এরশাদের উন্নতি অব্যাহত থাকলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ মোঃ সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, মোঃ দেলোয়ার হোসেন, হাজী আবু বকর, জহিরুল আলম রুবেল, ‌মোঃ শ‌ফিকুল ইসলাম শ‌ফিক , দিদারুল ক‌বির দিদার , যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ নুরুল ইসলাম ওমর, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, মোঃ জসিম উদ্দিন ভুইয়া, ফকরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন, মোঃ বেলাল হোসেন, এম.এ রাজ্জাক খান, সুমন আশরাফ, রেজাউল করিম, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা- মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, আবু সাদেক বাদল, এনাম জয়নাল আবেদীন, অ্যাড. আবু তৈয়ব, মাহমুদ আলম, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম দুলাল, আক্তার হোসেন, মোঃ দ্বীন ইসলাম শেখ, মোঃ সোলায়মান সামি, ইকবাল হোসেন তাপস, মোনাজাত চৌধুরী, গাজী এমএ সালাম, এমএ সোবহান, হাজী মোঃ সাব্বির আলী, মাহবুবুর রহমান খসরু ছাত্র নেতা জামাল উদ্দিন, ফয়সালা দিদার দিপু, মোঃ ইব্রাহীম খান জুয়েল, শাহ ইমরান রিপন, সোহেল, এরশদুল বারি নাসিম, ইউসুফ  প্রমুখ।

এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে রাজধানী শ্যামপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্মামী গ্রিধারী বিগ্রহ আখড়ায়। ঢাকা ০৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আয়োজিত এই প্রার্থনায় হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে’র সঞ্চালনায় গীতা পাঠ করে প্রার্থনা পরিচালনা করেন রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত সাধন বৈষ্ণব।
এছাড়াও সারাদে‌শের প্র‌ত্যেক‌টি মস‌জিদে মসজি‌দে দোয়া ও মিলাদ অনু‌ষ্ঠিত হয় এবং ধর্মীয় উপসনালয় স্ব- স্ব- ধ‌র্মের লোক সা‌বেক রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের রোগম‌ুক্তি কামনায় প্রর্থনা করেছেন ।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১