
ঢাকা- ০৫ জুলাই, সোমবার ২০২১: সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনায় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার উদ্যোগে পক্ষকাল ব্যাপী কর্মসূচির ৫ম দিনে আজ সোমবার কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আছর পবিত্র কোরআন খতম ও দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
দো‘আ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
উক্ত দো‘আ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া, মো: এমরান হোসেন মিয়া, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো: জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব মো: বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন, যুগ্ম-কোষাধ্যক্ষ এড. আবু তৈয়ব, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- শেখ সারোয়ার হোসেন ও কেন্দ্রীয় সদস্য- মো: জায়েদুল ইসলাম জাহিদ এবং জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।