
ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায়। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ফখর জামান এবং বাবর আজম দলের হয়ে সর্বোচ্চ ২২ করে রান করেন। ওয়াহব রিয়াজ করেন ১৮ রান। ১৪ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। এরপর ৭৫ থেকে ৮৩ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। পরে মাত্র ২১.৪ ওভারেই গুটিয়ে যায় সরফরাজরা।
মাত্র ১০৫ রানের জবাবে খেলতে নেমে দারুণ এক ফিফটি করেছেন ক্রিস গেইল। তার ফিফটিতে বিশ্বকাপে প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ফিফটির পর ব্যাটটা উচিয়েও ধরলেন গেইল। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে উইন্ডিজ। ১৩.৪ ওভারেই ১০৫ রান তুলে নেয় গেইলরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুরুর ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল এবং শেলডম কটরেল। পরের ৭ উইকেটই তুলে নেন ওসানে থমাস এবং অধিনায়ক জেসন হোল্ডার। থমাস ৫.৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। হোল্ডারের দখলে ৫ ওভারে ৪২ রানে যায় ৩ উইকেট।
এদিকে, পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ আমির।
Array