
ঢাকা- ১০ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার,২০২২।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা,এমপি বলেছেন- নিত্য-পন্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা তখন পানি-গ্যাস-বিদ্যুৎ এর দাম বাড়ানোর পায়তারা সরকারের জন্য আত্মঘাতী হবে। এমনিতে বিভিন্ন গণবিরোধী কার্যক্রমের জন্য সরকারের প্রতি মানুষের অসন্তুষ্টি বাড়ছে। তারপরও পানি-গ্যাস-বিদ্যুৎ এর দাম বাড়লে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই জনস্বার্থে সরকারের উচিত পানি-গ্যাস- বিদ্যুৎ এর দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসা।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কদমতলী থানার জাপা’র সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী- সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল,মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা- গোলাম মোস্তাফা, আক্তার দেওয়ান, এম এ সোবহান,শেখ মাসুক রহমান, মাহমুদ আলম, শারফুদ্দিন আহমেদ শিপু, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা।
এসময় বাবলা আরো বলেন, বরাবরের মতো আগামী জাতীয় নির্বাচনেও জাতীয় পার্টি হবে ক্ষমতায় যাওয়ার নিয়ামক শক্তি। জি.এম কাদেরের নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবো। ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে লাঙলের প্রার্থীরাই ক্ষমতা মসনদে বসবে।
জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে’র সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহানগর নেতা- মাহবুবুর রহমান খসরু, লিপি মেম্বার, মোঃ মনিরুজ্জামান, সাম্মী বেগম, সামিউর রহমান, মোঃ সোহাগ, বাবুল আহমেদ, মোঃ মিন্টু, কফু মিয়া, মোঃ রইসউদ্দিন, মোঃ সজিব আহম্দে, মাসুম প্রমুখ।