admin
09th Feb 2021 11:59 am | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের কম্পিউটার নিয়ন্ত্রিত পানি সরবরাহের সিস্টেমে হামলা চালিয়ে বিষ প্রয়োগের চেষ্টা করেছে হ্যাকাররা।
ওই হ্যাকার ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমে সোডিয়াম হাইড্রোক্সাইডের (লাই) পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু এক কর্মী কিছুক্ষণের মধ্যেই তা শনাক্ত করে এর পরিমাণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, পানির ক্ষারত্ব নিয়ন্ত্রণ করতে সামান্য পরিমাণে লাই ব্যবহার করা হয়। তবে বেশি পরিমাণে ব্যবহার করলে এটি পানির জন্য ক্ষতিকারক হয়ে ওঠে।
ওল্ডসমারের ওয়াটার ট্রিটমেন্ট নিয়ন্ত্রণকারী কম্পিউটারে শুক্রবার ঢুকে পড়ে এক হ্যাকার। ট্রিটমেন্টের এক অপারেটর সকালে এই প্রচেষ্টা দেখে ফেলে কিন্তু তার ধারণা হয় এই চেষ্টা করছে তার সুপারভাইজার। পরে বিকেলে আরেকবার একই প্রচেষ্টা চালিয়ে হ্যাকার সফল হয়। আর হ্যাকার সফটওয়ারের নিয়ন্ত্রণ নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তবে অপারেটর তাৎক্ষণিকভাবে এর পরিমাণ কমিয়ে দিতে সক্ষম হয়।
হ্যাকিংয়ের পর প্লান্টটিতে দূর থেকে কম্পিউটারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পানির নল পরিস্কারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি মারাত্মক ক্ষয়কারী এবং এর কারণে ত্বক ও চোখে জ্বালাপোড়া এবং সাময়িকভাবে চুল পড়ে যেতে পারে। পান করা হলে এটি মুখ, গলা এবং পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। বমি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়াও হতে পারে।
পিনেলাস কাউন্টি শেরিফ বব গুয়ালতিয়েরি বলেন, আমি কেমিস্ট নই। তারপরেও বলতে পারি খাবার পানিতে এই পরিমাণ রাসায়নিক প্রয়োগ করা কোনও ভালো কিছু নয়।
ওল্ডসমারের মেয়র এরিক সেইডেল বলেছেন, বাজে চক্রান্তকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নাকি এর বাইরে থেকে এই হ্যাকিং করা হয়েছে তা এখনও জানা যায়নি। জড়িত কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি।
Array