• ঢাকা, বাংলাদেশ

পুলিশে যোগ হচ্ছে ৩টি নতুন ইউনিট 

 admin 
15th Mar 2021 3:07 pm  |  অনলাইন সংস্করণ

যুগের চাহিদায় নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে পুলিশ বাহিনী। দিন বদলের সঙ্গে বাড়ছে কাজের পরিধি। জননিরাপত্তায় ও সেবা বাড়াতে আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলছে সরকার। যুগের চাহিদায় পুলিশে যোগ হচ্ছে আরো তিনটি নতুন ইউনিট।

তিন পার্বত্য জেলার জনগোষ্ঠীর নিরাপত্তায় নতুন করে যোগ হচ্ছে মাউন্টেন ব্যাটালিয়ন। একইভাবে পুলিশ বাহিনীতে মেডিক্যাল শিক্ষা ও এয়ার উইং নামে আরো দুটি ইউনিটও গঠন করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব ব্যাটালিয়ন গঠনের নির্দেশনা পেয়ে পুলিশ সদর দফতর কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, দেশের মানুষের জন্য পুলিশি সেবা আরো বাড়াতে ও পুরো দেশকে নিরাপত্তার জালে আনতে বাহিনীতে যোগ হচ্ছে নতুন নতুন ইউনিট। বর্তমানে পুলিশ বাহিনীতে মোট ইউনিট রয়েছে ১৭৭টি। এর সঙ্গে নতুন যোগ হবে মাউন্টেন ইউনিট, মেডিক্যাল শিক্ষা ইউনিট ও এয়ার উইং ইউনিট। এজন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) ও অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু হয়েছে। এসব তৈরির পর পুলিশ সদর দফতর থেকে পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

একই সূত্র জানায়, পুলিশ বাহিনীতে নতুন ইউনিটগুলো গঠনে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে। বর্তমানে পুলিশ সদস্যের সংখ্যা ২ লাখ ১২ হাজার। পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাবর্ত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ছেড়ে আসা ক্যাম্পগুলো পুলিশ মোতায়েন করা হবে। পার্বত্য তিন জেলার শান্তি ফিরিয়ে আনতে শান্তিচুক্তির আওতায় এ ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে। যাতে সেখানে রক্তক্ষরণ কিংবা অনাকাক্সিক্ষত ঘটনা বন্ধ করা যায়।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, বিশ্বে রোল মডেল হবে বাংলাদেশ পুলিশ। অসৎ কোনো কর্মকর্তা এই বাহিনীতে থাকতে পারবেন না। সৎ কর্মকর্তারা টিকে থাকবেন। মাদক, দুর্নীতিসহ অনিয়মের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ বাহিনীর আধুনিকায়নও এখন ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাইবার অপরাধ দমনে পুলিশের সারা দেশের ইউনিটগুলোতে রয়েছে সাইবার সেকশন। আলাদাভাবে সাইবার থানা করারও চিন্তাভাবনা রয়েছে সরকারের। বিমানবন্দর কেন্দ্রিক গঠন করা হয় পুলিশের আলাদা ইউনিট। পুলিশের কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে হচ্ছে। সারা দেশেই অনেকগুলো ট্রেনিং সেন্টার রয়েছে। দেশের বাইরে গিয়েও প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে জঙ্গিবাদ দমনের সফলতা জানাতে ইউরোপসহ বিশ্বের অনেক দেশের আমন্ত্রণে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের নিয়মিত সেসব দেশে যেতে হচ্ছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ নানামুখী দায়িত্ব পালন করতে হয় পুলিশকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, মামলা নেয়া, তদন্ত কার্যক্রম পরিচালনা, বিচার প্রক্রিয়ায় সহায়তা, ভিআইপি নিরাপত্তা ও প্রটোকলসহ নানাবিধ কাজ করতে হয় পুলিশ বাহিনীকে।

ওই কর্মকর্তারা জানান, মানুষকে তাৎক্ষণিক সেবা দিতে করা হয়েছে ‘৯৯৯’ নামের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস। যেটি ইতোমধ্যেই জনগণের মধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়া পুলিশ সদর দফতরসহ প্রত্যেকটি ইউনিটে ফেসবুক পেজ খুলে সাধারণ ভুক্তভোগী মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে দ্রুত সেবা নিশ্চিত করছে পুলিশ।

জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ এখন বিশ্বে ‘রোল মডেল’। পেশিশক্তি নয়, ব্যবহার করতে হবে আইনি সক্ষমতা। জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে গোটা পুলিশ বাহিনী। বর্তমান আইজিপি স্যার মনে করেন, পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা ও সোশ্যাল লিডার। নানা বাস্তবতায় দিন দিন পুলিশের কলেবর বাড়ছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১