• ঢাকা, বাংলাদেশ

প্রতিটি স্কুলে টেকনিক্যাল টিচার চায় আইডিইবি 

 admin 
02nd Nov 2020 3:16 pm  |  অনলাইন সংস্করণ

৮ নভেম্বর সকালে বর্ষব্যাপী এ কর্মসূচির সুচনা করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

নীল অর্থনীতি এনে দেবে সম্মৃদ্ধি প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস-২০২০ উদযাপনের সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। আজ রবিবার (২ নভেম্বর) কাকরাইলে নিজস্ব ভবনে এক সংবাদ সম্মলেন বছর ব্যাপী কর্মসূচির ঘোষণা দেন সংস্থাটির কর্মকর্তারা। সেই সাথে ৮ নভেম্বরকে জনপ্রকৌশল দিবস হিসেবে ঘোষণার দাবি জানায় আইডিইবি।

আইডিইবির সভাপতি মো: এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, জনসংযোগ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ফজলুর রহমান খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রতিটি স্কুলে একজন করে টেকনিক্যাল টিচার বা সাবজেক্ট নিয়োগের দাবি জানান। তারা সমুদ্র গবেষণা বৃদ্ধির ওপর জোর দিয়ে তারা বলেন, বিশাল সমুদ্র পরিসরে আমাদের যে বিপুল সম্পত্তি রয়েছে তা উদ্ধারে গবেষণা করবে। এছাড়া সংগঠনটির ৫০ বছর পূর্তিতে ৫০ জন দরিদ্রদের মধ্যে ঘর বিতরণ বা তৈরি করে দেবার ঘোষণা দেন।

এছাড়া স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার যথেষ্ট সুযোগ দেবার ওপর গুরুত্ব দেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে কুদরতি কুদার শিক্ষা কমিশনের আলোকে শিক্ষার মানকে এগিয়ে নেবার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও ২০ সালেও প্রতিটি স্কুলে একজন করে টেকনিক্যাল সাবজেক্ট টিচার নিয়োগ দেয়া হচ্ছে না, এ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন। তারা ২০২১ সালে প্রতিটি স্কুলে টেকনিক্যাল সাবজেক্ট খোলার দাবি জানান।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১