
ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাকর দ্বৈরথ বলা হয় আর্জেন্টিনার দুই ক্লাব বোকা জুনিয়র্স-রিভার প্লেটের মধ্যকার লড়াইকে। ‘সুপার ক্লাসিকো’খ্যাত এই লড়াই এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে সহিংস রূপ নিল। কোপা লিবার্তেদোরেসের ফাইনাল ম্যাচের আগে বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালিয়েছে রিভারপ্লেটের সমর্থকরা। বছর তিনেক আগে কোপা লিবার্তেদোরেসের ম্যাচেই একইভাবে রিভার প্লেটের খেলোয়াড়দের ওপর হামলা চালিয়েছিল বোকা জুনিয়র্সের সমর্থকরা। প্রতিশোধ নিতেই কি তাহলে এই হামলা?
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা লিবার্তেদোরেস। আর সেই আসরের ফাইনালের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বি বোকা জুনিয়র্স আর রিভারপ্লেট।এবার যে একটু বেশি উত্তেজনা ছড়াবে, তা জানাই ছিল। যদিও প্রথম লেগে তেমনটা দেখা যায়নি। বোকার মাঠে দু’বার পিছিয়ে পড়েও ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছিল রিভার প্লেট। শনিবার ছিল দ্বিতীয় লেগ। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে রিভার সমর্থকরা।
বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের বহন করা বাসে হামলা চালায় রিভার প্লেট সমর্থকরা। এতে বোকার খেলোয়াড়রা আহত হয়েছেন। কারো কারো শরীরে ঢুকে গেছে ভাঙা কাঁচের টুকরা। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার চিবুকে অসহ্য ব্যথা হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। আমিসহ অনেকেই বমি করেছে।’
এছাড়া বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের দিকে পিপার স্প্রে ছুঁড়ে মারার অভিযোগ ওঠেছে রিভার প্লেট সমর্থকদের বিরুদ্ধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আর্জেন্টিনা ফুটবলে অ্যাওয়ে ফ্যান নিষিদ্ধ বেশ কিছুদিন ধরেই। ফলে বোকা জুনিয়র্সের সমর্থকরা ছিলেন না সেখানে। যদি থাকতেন, তাহলে পরিস্থিতি নিশ্চিতভাবেই আরও ভয়াবহ আকার ধারণ করত।
পরে ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ সময় রোববার রাত ২ টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি হবে কি না, এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
Array