
আরও একবার বাজিমাত বলিউড ”ভাইজান” এর ! বলিউড ”ভাইজান” সালমান খানের ঈদে মুক্তি পাওয়া ছবি ”ভারত” প্রথম দিনেই বক্স অফিসে শুধু ভারতে আয় করেছে ৪২ কোটি রুপিরও বেশি! আলী আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিতে সালমান খানের নায়িকা ক্যাটরিনা কাইফ। এ ছাড়া আছেন টাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার।
নিজের ”টাইগার জিন্দা হ্যায়”,”সুলতান” এর প্রথম দিনের আয়কে ছাপিয়ে গেছেন সালমান খান। এর আগে ”টাইগার জিন্দা হ্যায়” প্রথম দিনে ৩৪ কোটি ১০ লাখ আর ”সুলতান” ৩৬ কোটি ৫৪ লাখ রুপি আয় করে। বলিউড সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন,”সালম্যানিয়ায় ভুগছে পুরো ভারত। বক্স অফিসে ঝড় তুলে রেকর্ড গড়েছে। আর সালমান ভক্ত-দর্শকের মাঝে তাঁর জনপ্রিয়তা দিয়ে আবার প্রমাণ করেছেন, সালমান খান দর্শক টানতে পারেন।”
”সুলতান”,”রেস থ্রি”,”বজরঙ্গী ভাইজান”,”কিক”,”বডিগার্ড” – এসব ছবিও প্রথম দিনের আয়ে পেছনে পড়েছে ”ভারত” এর। এ বছরে ভারতে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যও প্রথম দিনের আয়ে ভারতের পেছনে পড়েছে ”কলঙ্ক”, ”কেশারি”,”গালি বয়”,”টোটাল ধামাল”সহ কয়েকটি ছবি।
Array