
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।ঐ হামলায় ৫ বাংলাদেশী নিহত হওয়ায় এবং অল্পের জন্য দেশটিতে সফররত বাংলাদেশ ক্রিকেট টীম বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী।
আজ সোমবার (১৮ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ট্রুডো।পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনো ধরনের ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে চালানো ভয়াবহ এই হামলায় শেষ খবর পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। হামলাকারী ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলীয় নাগরিক।চরম মুসলিম বিদ্বেষি এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসীর হামলা থেকে তিন বছরর শিশু এবং নারীরাও রেহাই পায়নি।
এই ঘাতকের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ২০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Array