admin
09th Apr 2021 8:59 pm | অনলাইন সংস্করণ

ঢাকা, শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় তিনি প্রয়াত প্রিন্স ফিলিপ-এর আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী প্রিন্স ফিলিপ মানব সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সেবামূলক কাজে আজীবন উৎসাহ ও সহায়তা করেছেন।
Array