
গাইবান্ধার সুন্দরগঞ্জ, বামনডাঙায় ক্রমশ দৃশ্যমান হচ্ছে “পল্লীবন্ধু এরশাদ” হাসপাতালের ভবণ নির্মাণের কাজ। অার এই পুরো উদ্যোগটি যিনি গ্রহণ করেছেন তিনি হলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) অাসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এর পাশাপাশি সুন্দরগঞ্জ নার্সিং কলেজ নামের একটি প্রতিষ্ঠান নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করছেন তিনি।
এ প্রসঙ্গে সাংসদ পাটোয়ারীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অামৃত্যু এদেশের অাপামর জনসাধারণের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। কিন্তু কখনোই ক্ষমতাকালীন সময়ে নিজের নামে কিছু করার পদক্ষেপ গ্রহণ করেন নি। তিনি চাইলেই তাঁর ক্ষমতাকালীন সময়ের সুদীর্ঘ ৯ বছরে অসংখ্য প্রতিষ্ঠান নিজের নামে তৈরী করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নি। তাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অাত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অামার এই পদক্ষেপ। এর পাশাপাশি অসহায় সেবাপ্রার্থী সুন্দরগঞ্জবাসীর এটা লাভ যে তাঁরা স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে এই হাসপাতালের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে অাগামী ২০২১ সালের জানুয়ারিতে সেবাদানের জন্য প্রস্তুত হবে মর্মে অভিমত ব্যক্ত করেন ডিঅাইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, দেশের অন্যতম টিভি টক-শো অালোচক, অাইনজীবী এবং জাতীয় পার্টির এই সাংসদ ও নেতা।
Array