admin
21st Dec 2019 6:31 pm | অনলাইন সংস্করণ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের প্রয়াণে শোকাভিভূত তাঁর স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং তার উন্নয়নমূলক কাজের সুফলভোগী মানুষেরা। এই মহাপ্রাণের প্রস্থানে শোক জানিয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। আজ (শনিবার) এক ফেসবুক স্ট্যাটাসে ফজলে হাসান আবেদকে স্মরণ করেন সাকিব।বেসরকারি উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়া ফজলে হাসান আবেদ সমাজকর্মের জন্য ‘স্যার’ উপাধি পাওয়া ছাড়াও বিশ্বের বহু সম্মানিত পুরস্কার পেয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছেন।
এমন একজন ব্যক্তিত্বের মহাপ্রয়াণে শোক জানিয়ে সাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘স্যার ফজলে হাসান আবেদ ছিলেন বাংলাদেশের ইতিহাসের একজন অন্যতম দূরদর্শী উদ্যোক্তা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাকের ক্ষুদ্র ঋণ প্রকল্প বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু তিনি সেখানেই থেমে যাননি। অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে ব্র্যাককে পরিচিত করে তোলেন বিশ্বদরবারে, প্রতিষ্ঠিত করে তোলেন বিশ্বের এক নাম্বার এনজিও হিসাবে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
Array