• ঢাকা, বাংলাদেশ

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

 admin 
02nd Jan 2020 2:10 pm  |  অনলাইন সংস্করণ

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজা আজ বিকাল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। জানাজা শেষে আজ বিকালে তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হবে।

রাষ্ট্রপতি তাঁর শোক বার্তায় মরহুম ফজিলাতুন্নেসা বাপ্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এর আগে, চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগজনিত কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। সেখানে অবস্থায় অবনতি হলে রবিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১