admin
31st Dec 2018 12:24 am | অনলাইন সংস্করণ

ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্রপ্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সিংহ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। ভাঙ্গা, চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ব্যতীত সদরপুর উপজেলার এই আসনটিতে নিক্সন চৌধুরী সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার।
অন্যদিকে এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহ মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৩৬৩ ভোট।
নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ আসনে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোক্তারুল আহমেদ নিশ্চিত করেছেন।
ফরিদপুর ৪ আসন থেকে তাকে নির্বাচিত করায় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ওই আসনের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Array