• ঢাকা, বাংলাদেশ

ফানুশের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এনামুলের স্বপ্ন বাঁচাতে পাশে দাঁড়ালেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দ 

 admin 
15th Mar 2022 6:09 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা, ১৫ মার্চ মঙ্গলবার, ২০২২ইং: এর শুরুতে নববর্ষ প্রথম প্রহরে মানুষের  ওড়ানো ফানুশে পুড়ে গেছিল ঢাকার মাতুয়াইলের এনামুল নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর আয় রোজগারের সম্বল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের  মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার সদস্য এবং  বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির কয়েকজন তরুণ রাজনীতিবিদ আজ রাজধানীর যাত্রাবাড়ী বড়বাজারে ক্ষতিগ্রস্ত এনামুলকে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৪০,০০০ অর্থমূল্যের অনুদান হস্তান্তর করেন। মাতুয়াইলের এই ক্ষুদ্র ব্যবসায়ীকে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার সদস্য যারা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির তরুণ রাজনীতিবিদ।

গত বছর মাত্র ৬ মাস আগে  ঋণ করে ব্যবসা শুরু করা এনামুলের  ব্যবসার সম্বল ওড়ানো ফানুশের আগুনে পুড়ে পুড়িয়ে তিনি ঋণের দায়ে দিশেহারা ছিলেন, ঠিক সেই মুহূর্তে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের তরুণ নেতা দল মতের উর্ধে উঠে সম্মিলিতভাবে দেশের সাধারণ মানুষের কাছে তাঁকে আর্থিক সহায়তা করার জন্য আবেদন করেন। এর ফলশ্রুতিতে অনেকেই এনামুলকে  সহায়তার জন্য  অগুনিত মানুষ এগিয়ে আসেন এবং তরুণ নেতাদের মাধ্যমে এনামুলকে অর্থ সাহায্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মাসুম মোল্লা, তিনি ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের অধীনে মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পরবর্তীতে এমএ এফ ঢাকার সমন্বিত উদ্যোগে তিনি বরাবরের মতই পাশে থাকবেন। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের তরুন নেতারা মানুষের কল্যাণে একসাথে কাজ করছেন, এভাবে তরুণরা  প্রতিনিয়ত ইতিবাচক রাজনৈতিক গল্প তৈরি করলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবেই।

অনুষ্ঠানে মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার তরুণ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস‍্য মোঃ ফরহাদ হোসাইন নাঈম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মোঃ আলিমুল্লাহ সিরাজুম মুনির টিপু,

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুন খান, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আরিফ হোসাইন, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লা খান।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহিম খান জুয়েল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শাহরিয়ার রাসেল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল রেজা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মানিক খান ও জনি আহমেদ

অনুষ্ঠানে মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার তরুণ রাজনীতিবিদরা বলেন,  তরুণ নেতাদের সম্মিলিতভাবে এনামুলের পাশে দাঁড়ানো একটি অনন্য ঘটনা। এ ধরনের অনাকাঙ্খিত  পরিস্থিতি সৃষ্টি হলে এমএএফ ঢাকার সদস্যরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তরুণ রাজনীতিবিদরা অনুষ্ঠানের সকলকে অনুরোধ করেন যেন কেউ কোন পরিস্থিতিতে  ফানুশ না ওড়ান।

ভুক্তভোগী এনামুল বলেন, আগুনে পুড়ে তার প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়। এতে করে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাল্টি – পার্টি এডভোকেসি ফোরাম ঢাকার তরুণ রাজনৈতিক নেতাদের এই সম্মিলিত উদ্যোগের ফলে প্রাপ্ত এই মানবিক সহায়তা পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। রাজনৈতিক নেতাদের উদ্যোগে এই ধরনের কার্যক্রম তাঁর কাছে অভিনব মনে হয়েছে। এবং তিনি বিশ্বাস করেন, অসহায় মানুষের পাশে এভাবে রাজনৈতিক নেতারা সাহায্যের হাত বাড়ালে দেশ বদলে যাবে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১