
ফেইসবুক অনেকদিন ধরেই মেসেঞ্জারের ডার্ক মোড নিয়ে কাজ করছিল। এখন তা প্রায় শেষ এর পর্যায়ে। আনুষ্ঠানিকভাবে রিলিজ করা না হলেও একটি সহজ কৌশলের মাধ্যমে আপনি আপনার ফোনেও তা চালু করে নিতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে যে সবার জন্য এই পদ্ধতি কাজ নাও করতে পারে। শুধু মাত্র যাদের জন্য ফেইসবুক এই অপশনটি আপডেট করেছে তারাই আপাতত এই পদ্ধতিতে আনলক করে নিতে পারবেন।
প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিন। আপডেট না দেখালে ধরা যায় যে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইতিমধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে গিয়েছে আপনার ফোনে। এরপর মেসেঞ্জার অ্যাপটি চালু করে যেকোনো একজনকে ম্যাসেজে চাঁদের একটি ইমোজি পাঠান। যদি আপনার মেসেঞ্জারের জন্য ফেইসবুক এই অপশনটি চালু করে থাকে তবে আপনি একটি অ্যানিমেশনের মাধ্যমে অনেকগুলো চাঁদের ইমোজি দেখতে পাবেন আপনার স্ক্রীনে। এরপরেই একটি পপ আপ ম্যাসেজ আসবে অ্যাপটি থেকে যেখানে বলা থাকবে, আপনি ডার্ক মোড খুঁজে পেয়েছেন এবং আপনার বন্ধুরাও এভাবে আনলক করতে পারবে এই সুবিধাটি।
ডার্ক মোড অপশনটি আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
Array