
মনসুর আহমদ, ফেনী প্রতিনিধি: জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ফেনী জেলা সম্মেলনকে সামনে রেখে প্রস্ততি সভা করেছে ফেনী জেলা ছাত্র সমাজ। ২৩ অক্টোবর বুধবার ফেনী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা ও ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলা ছাত্র সমাজের সমন্বয়ক অাতাউল্লাহ আরিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম।সভায় আরো উপস্থিথ ছিলেন জাতীয় পার্টির ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।প্রস্ততি সভায় ফেনী জেলা ছাত্র সমাজের সমন্বয়ক আগামী কয়েক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান
Array