admin
10th Jan 2021 9:03 pm | অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী রবিবার (১০ জানুয়ারি ) এ তথ্য জানিয়েছেন।
কবে বইমেলা অনুষ্ঠিত হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মার্চ-এপ্রিলে বইমেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও অনিশ্চয়তা এখনো কাটেনি।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আজই আমাকে জানানো হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কি না সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
Array