admin
11th Jan 2021 10:31 pm | অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করতে ছয় রাজ্যে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। বুধবার থেকে এ লকডাউন কার্যকর হবে।
সোমবার এক টেলিভিশন ভাষণে দেশটির প্রধানমন্ত্রী জানান, পেনাং, সেলাঙ্গর, মেলাকা, জোহর ও সাবাহ এবং কুয়ালালামপুরে ফেডারেল অঞ্চল, পুত্রজয়া এবং লাবুয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) আওতায় আরও দুই সপ্তাহ লকডাইন বাড়ানো হয়েছে। অন্তত ২৬ জুন পর্যন্ত তা বলবৎ থাকবে।
এছাড়া পার্লিস ও সারাওয়াক অঞ্চল রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (আরএমসিও) আওতায় থাকবে।
দেশের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে ভ্রমণ বাতিল করা হয়েছে। পাশাপাশি এমসিওর আওতায় এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে না বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মুহিউদ্দিন বলেন, রাজ্য ও জেলাগুলোতে যাতে কেউ চলাচল করতে না পারে সেজন্য বুধবার মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী সড়কগুলো বন্ধ করে দেবে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন নাজুক অবস্থায় রয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন ৫৫০ জনের বেশি। সোমবার দেশটিতে ২ হাজার ২৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
গত তিনদিনে মালয়েশিয়ার দুইজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Array